
প্রকাশিত: Thu, Nov 30, 2023 12:51 PM আপডেট: Sat, Jul 5, 2025 4:07 AM
[১]রওশন এরশাদ দয়ার ৩টি সিট নেবেন না, তাই নির্বাচনে যাওয়া হচ্ছে না: গোলাম মসিহ
মনিরুল ইসলাম: [২] রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসিহ আরও বলেন, সমঝোতার যে কথা চলছিলো তাও সফল হইনি। জি এম কাদের যে ভাবে ৩ টি সিট দিতে চাচ্ছেন তা দিয়ে তো হবে না। তারা এই ৩ টি সিট দিতে চাইলেও সাদ এরশাদের সিট নিয়েও টালবাহানা করছে।
[৩] বুধবার বিকাল সাড়ে ৪ টায় আলাপ কালে তিনি এ কথা জানান।
[৪] গোলাম মসিহ বলেন, রওশন এরশাদ নির্বাচনে যাচ্ছেন না। রওশন এরশাদ অনুসারী নেতাদের ছাড়া তিনি নির্বাচনে অংশ নেবেন না। এখন পর্যন্ত এই সিদ্ধান্ত রয়েছে।
[৫] তিনি বলেন, তাদের প্রায় ১০০ জন মনোনয়নপ্রত্যাশী আছেন। তাদের যদি মূল্যায়ন করা না হয়, তাহলে রওশন এরশাদ নির্বাচনে যাবেন না। কারও দয়া ও দানের ৩ টি আসন নিয়ে রওশন এরশাদ নির্বাচন করবেন না।
[৬] জাপার চেয়ারম্যান জি এম কাদের ও প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের মধ্যকার বিরোধ না মেটায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গোলাম মসিহ জানান।
[৭] জানা গেছে, বুধবার পর্যন্ত রওশন ও তার ছেলে সাদ এরশাদ দলীয় মনোনয়ন ফরম নেননি। রওশন এরশাদ তার ছেলেসহ কয়েকজন অনুসারীর জন্য সুনির্দিষ্ট কিছু আসনে মনোনয়ন চান। তাতে সম্মত নন জি এম কাদের। এ নিয়ে দুই পক্ষই অনড় অবস্থান নিয়েছে। কেউই ছাড় দিতে নারাজ।
[৮] সূত্র জানায়, এই শক্ত অবস্থানের লক্ষ্য দুটি। এক, দলে শৃঙ্খলা ফিরিয়ে আনা। দুই, রওশন এরশাদের মাধ্যমে যাতে কেউ কোনো ধরনের সুবিধা নিতে না পারেন সেটি বন্ধ করা।
[৯] এদিকে, গত রোববার রাতে রওশন এরশাদের গুলশানের বাসায় জি এম কাদেরসহ একটি বৈঠক হয়। সেখানে সরকারের একজন পদস্থ কর্মকর্তা মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তারপরও দুই নেতার বিরোধের সুরাহা হয়নি।
[১০] রওশন এরশাদ মনোনয়নের সামগ্রিক পরিস্থিতি নিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে গুলশানের বাসায় তাঁর অনুসারীদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে রওশন এরশাদ , সাদ এরশাদ, মসিউর রহমান রাঙ্গা, রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ, মুখপাত্র কাজী মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।
[১১] বৈঠক শেষে গোলাম মসীহ ও মসিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের কাছে বৈঠকের কথা স্বীকার করেন। ২ জনই বলেন, বলেন, তাঁদের যদি মূল্যায়ন করা না হয়, তাহলে রওশন এরশাদ নির্বাচনে যাবেন না।
[১২] জানা গেছে, রওশন এরশাদের মনোনয়ন ও তাঁর নির্বাচনী আসন নিয়ে কোনো জটিলতা নেই। জটিলতা রয়েছে সাদ এরশাদকে নিয়ে। কারণ, সাদ রংপুর-৩ আসনে নির্বাচন করতে অনড়।
[১৩] অন্যদিকে, সাদকে জি এম কাদের তার বড় ভাই ভাই প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের আসনটি কোনোভাবেই ছেড়ে দিতে রাজি নন । এই আসন থেকে তিনি একবার সংসদ সদস্য হয়েছিলেন। এই আসনের বিকল্প হিসেবে সাদ এরশাদকে ময়মনসিংহ-৭ আসন দিতে রাজী জাপা চেয়ারম্যান। সেখানে জাপার নেতা আবদুল হান্নান সংসদ সদস্য ছিলেন। সম্পাদনা : সমর চক্রবর্তী
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
